প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ৪ স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রদান
*প্রাথমিক স্তরঃ ১ম -৫ম শ্রেণি পর্যন্ত মাসিক ৯০০/- হারে;
*মাধ্যমিক স্তরঃ ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত ৯৫০/- টাকা হারে;
* উচ্চ মাধ্যমিক স্তরঃ একাদশ - দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাসিক ১০৫০/- টাকা হারে;
*উচ্চতর স্তরঃ স্নাতক- স্নাতোকোত্তর পর্যন্ত মাসিক ১৩০০/- টাকা হারে।
বাস্তবায়নকারী দফতর:
সমাজসেবা অধিদফতর
কার্যক্রম শুরুর বছর: ২০১৩-১৪ অর্থবছর
লক্ষ্য ও উদ্দেশ্য:
১. প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;
২. প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন;
৩. প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;
৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা প্রদান;
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী
(১) হরিণাকুণ্ডু উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(২) জাতীয় পরিচয়পত্রের নম্বর/ জন্ম নিবন্ধনের নম্বর থাকতে হবে;
(৩) সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে
(৪) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
(৫) সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং সুবর্ণ নাগরিক কার্ডধারী ৫-২৩ বছর বয়সী প্রতিবন্ধী শিক্ষার্থী যারা পারিবারিকভাবে দুঃস্থ ও অসহায়।
ভাতা প্রাপ্তির অযোগ্যতা
(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস